সূজনশীল শিক্ষাবান্ধব মনোরম পরিবেশ দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক মন্ডলীর তও্বাবধানে সম্পণ ডিজিটালাইজড় কারিকুলাম সমৃদ্ধ প্রতিষ্ঠানের নাম গ্রীনল্যাড কলেজ্ ধমীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফেনী জেলায় গ্রীনল্যান্ড কলেজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে গ্রীনল্যান্ড কলেজ ফেনী জেলার মধ্যে সেরা কলেজের গোরব অর্জন করেছে।
শিক্ষাথীদেরকে দায়িত্বশীল সু-নাগরিক সবোপরি আধুনিক প্রযুক্তি নিভর ও প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে টিকে থাকার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি
অএ প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ হিসেবে আমি আমার বিদেশী উচ্চশিক্ষা ও সুদীঘ কমজীবনের অভিজ্ঞতার আলোকে আধুনিক গুণগত মানসম্পণ শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে প্রতিশ্রতিবদ্ধ বিশ্বায়নের এই যুগে ইংরেজী তথ্যপ্রযুক্তি এবং বিষয়ভিওিক জ্ঞান এই তিনটির সমন্বয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্হাকে আধুনিকায়ন করার লক্ষ্যে আমাদের সাবিক কাযক্রম চলমান
অধ্যক্ষ
এম এম ইউ আলমগীর
বিএসসি (অনাস) ইন্ডিয়া,
এমএসসি, এমবিএ (লন্ডন)
প্রাক্তন ফ্যাকাল্টি মেম্বার
এউনিভাসেল কলেজ, ব্যাঙ্গালোর, ইন্ডিয়া
বিএসএস (সম্মান ১ম শ্রেণি), এমএসএস (১ম শ্রেণি)
ঢাকা বিশ্ববিদ্যালয়
বি এ (সম্মান), এম এ (১ম শ্রেণি)
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
বি কম (সম্মান), এম কম-হিসাব বিজ্ঞান (১ম শ্রেণি)
জাতীয় বিশ্ববিদ্যালয়
বি বি এ, এম বি এ (ফিন্যান্স এন্ড র্বাংকিং)
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম
বি এস সি (সম্মান), এম এস সি-পদার্থ বিঞ্জান (১ম শ্রেণি)।
জাতীয় বিশ্ববিদ্যালয়